মেয়ের বিয়ে ঠিক করেছেন বাবা।
পাত্রপক্ষ বেশি কিছু চায়নি,
এইতো ঘরভর্তি সামান্য আসবাবপত্র সাথে (ফ্রিজ,টিভি,ওয়াশিংমেশিন,ওভেন) এগুলাই আরকি।
তো কনের বাবা বললেন,
বাবাজি ঘর ভর্তি এই সামান্য কিছুই তো দিলাম তাহলে একটা ঘর ই বা বাকি থাকবে কেন?? আমার ফ্লাটের একটা ছোট ঘর ও দিতে চাই তোমায়,
আমার মেয়ে নিয়ে বিয়ের পর এখানেই থাকবে।
হবু জামাইঃকি বলতে চাইছেন, তার মানে ঘর জামাই??...
বিঃদ্রঃ (ঘর ভর্তি জিনিস চাইতে লজ্জা করেনা অথচ,ঘর জামাই থাকতে দুনিয়ার সব লজ্জা চলে আসে)
আমাদের দেশে এরকম প্রেস্টিজওয়ালা ছোটলোকদের অভাব নেই।
Wednesday, 7 November 2018
#বিয়ে
Subscribe to:
Post Comments (Atom)
সবুজ বাতি
আমার এক বান্ধবী ছিল, ফরেনার বান্ধবী তার দেশ ছিল মেক্সিকো! হঠাত করেই পরিচয় অনেক কথা!! তার নাম ছিল জেরিন। অবশ্য এই নামে শুধু আমিই ডাকতাম ক...
-
Amdadul Hoque জানান আগামী বচর ২০১৯ সালে শুরু করতে যাচ্ছেন নতুন ছবি। ইতিমধ্যে ছবির কাস্টিং এবং গল্প নিয়ে কিছুটা তথ্য পাওয়া যায়। Amdadul H...
-
Amdadul Hoque (Rana) Bangladeshi Director And Actor Known fir his first directed film Name "BAP BORO NA SHOSHUR BORO ". He start...
-
আমার এক বান্ধবী ছিল, ফরেনার বান্ধবী তার দেশ ছিল মেক্সিকো! হঠাত করেই পরিচয় অনেক কথা!! তার নাম ছিল জেরিন। অবশ্য এই নামে শুধু আমিই ডাকতাম ক...
No comments:
Post a Comment