Wednesday, 7 November 2018

যে টাইপ এর মেয়েদের ভালোবাসা যায়


১)যে মেয়েটি রাত জেগে কবিতা বা গল্প পড়তে পছন্দ করে তাকে ভালোবাসা যায়।
ভালোবাসার মতো অন্তত একটি গুণ তার মধ্যে আছে।

২)যে মেয়েটি হাজারো ব্যস্ততার ভিড়ে তার পছন্দের মানুষটির খবর অন্তত একবার হলেও রাখে তাকেও ভালোবাসা যায়।
৩)যে মেয়েটি সামান্যতম বকা শুনলেই কান্না করে দেয় তাকেও ভালোবাসা যায়।
তার মধ্যে আবেগ বলতে একটা গুণ আছে।

৪)"সে আমাকে ইগো দেখিয়ে কথা বলে নাই কেন সুতরাং আমিও বলবনা" এই ধরনের মন-মানসিকতা যার মধ্যে নাই তাকেও ভালোবাসা যায়।
এপ্রিসিয়েশন বলতে কিছু একটা তার মধ্যে আছে।
ভালোবাসার মতো অন্তত এই একটি গুণই যথেষ্ট।

৫)যে মেয়েটির সাথে মাসের পর মাস দেখা বা কথা না হলে ও পূর্বের ভালোবাসাটা বিদ্যামান থাকে তাকে ও ভালোবাসা যায়।
৬)ছোট ছোট দুষ্টামিতে ও যে মেয়েটি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায় তাকেও ভালোবাসা যায়।

৭)সামান্যতম আঘাতেও যে মেয়েটি কাঁদতে কাঁদতে চোখের জল দিয়া বন্যা বসায় দেয় তাকেও ভালোবাসা যাই।

৮)যে মেয়েটি কানের গোঁড়ায় উল্টা-পাল্টা টপিকস নিয়ে সারাদিন বকবক করতে অভ্যস্ত থাকে তাকেও ভালোবাসা যায়।

মেয়ে তোমাকে ভালোবাসতে অজস্র কারন লাগেনা.
তোমাকে ভালোবাসতে কিউটনেস,,বর্ণ,,পারসোনালিটি,, যোগ্যতা এমনকি সুস্থ মানুষও হওয়া লাগে না।

একটা এসিডে পোড়া মেয়ে,,বাকপ্রতিবন্ধী,,কৃষ্ণাঙ্গ,,এমনকি প্রতিবন্ধী মেয়েকেও ভালোবাসা যায় যদি তার মধ্য ভালোবাসার মতো কোন গুণ থাকে।

অতিরিক্তি সুন্দরী,,অতিরিক্ত এটিটিউড এবং অতিরিক্ত বড়লোকের মেয়েদের ভালোবাসা যায় না।
এদের কাছ থেকে একজন চলে গেলেও আরো বহুশতজন লাইনে থাকে তাই তারা রিলেশন নিয়ে সিরিয়াস হয়না।

আপনার ভালোবাসার মানুষটির মধ্যে উপরের লাইনগুলো মিল আছে কিনা দেখুন না হয় পরে পস্তাবেন।😊😊

© তাফিন আদনান মর্ম

No comments:

Post a Comment

সবুজ বাতি

আমার এক বান্ধবী ছিল, ফরেনার বান্ধবী তার দেশ ছিল মেক্সিকো! হঠাত করেই পরিচয় অনেক কথা!! তার নাম ছিল জেরিন। অবশ্য এই নামে শুধু আমিই ডাকতাম ক...