Wednesday, 7 November 2018

#বেয়াদপ

আমাদের এক ম্যাডাম ছিলেন। সব সময় সিল্কের শাড়ি পরতেন বলে তাকে আমরা ডাকতাম ‘সিল্কি’।

বাংলার এক স্যার একবার ‘সোনার তরী’ কবিতা মুখস্ত করতে দিলেন। যারা মুখস্ত করে উনাকে শুনাতে পারবে পাক্ষিক পরীক্ষায় তাদের কে অতিরিক্ত ৫ নম্বর দিবেন। সবাই মুখস্ত করে ফেলল। আমার তখনও বাকি.....

বসে বসে জোরে জোরে ‘সোনারতরী’ মুখস্ত করছি... গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। ‘সিল্কি’ ম্যাডাম এই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার ডেস্কও ছিল জানালার পাশে। ম্যাডাম জানালার পাশ দিয়ে যাওয়ার সময় শুনলেন আমি বলছি ‘ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভেড়াও তরী কুলেতে এসে।’

আমার কপাল খারাপ, ম্যাডাম ভাবলেন উনাকে বলেছি। হেড স্যারের কাছে বিচার দিলেন...!

-স্যার, শিহাব আমাকে খারাপ কথা বলেছে।

হেড স্যার রেগে গিয়ে আমাকে ডেকে পাঠালেন। আমি যতই বুঝাই স্যার আমি খারাপ কথা বলি নাই। যেইটা বলছি সেইটা রবীন্দ্রনাথের কথা, স্যার ততই রেগে যান।

- বেয়াদব ছেলে। রবীন্দ্রনাথ কে খারাপ বলে। বেশি যুবক হইয়া গেছো, তাইনা? বেশি যৌবন চইলা আসছে শরীরে? ম্যাডামের সঙ্গে খারাপ আচরণ করো।

অন্য সব স্যাররাও একসাথে স্বীকার করলেন আমি একটা অসভ্য।

#আমি জানি, একমাত্র লিখালেখি গ্রুপের সকলে ভাবে শিহাব অনেক ভাল ছেলে! কি- ঠিক বলিনি???

No comments:

Post a Comment

সবুজ বাতি

আমার এক বান্ধবী ছিল, ফরেনার বান্ধবী তার দেশ ছিল মেক্সিকো! হঠাত করেই পরিচয় অনেক কথা!! তার নাম ছিল জেরিন। অবশ্য এই নামে শুধু আমিই ডাকতাম ক...