আমার এক বান্ধবী ছিল, ফরেনার বান্ধবী
তার দেশ ছিল মেক্সিকো!
হঠাত করেই পরিচয় অনেক কথা!!
তার নাম ছিল জেরিন।
অবশ্য এই নামে শুধু আমিই ডাকতাম কারণ, তার নামটা ছিল খুব কঠিন উচ্চারণ করতে পারতাম্না, বাংলাদেশী মডার্ন কিছু নাম সাজেস্ট করি ওর জেরিন নামটাই পছন্দ হয়েছিল সেই থেকে ও জেরিন!!
হুয়াটস এপে বেশী চ্যাঁট হত,
সে বাংলায় চ্যাঁট করতো আমার সাথে গুগোল ট্রান্সলেটের সাহায্য ট্রান্সলেট করে রিপ্লে করতো!
মজার ব্যাপার হচ্ছে আমার এখানে যখন সকাল হত তার ওখানে তখন রাত অর্থাৎ আমি ঘুম থেকে উঠতাম সে ঘুমাতে যেত এর মাঝেই কিছু সময় কথা হত।
.
কথায় কথায় একবার বলে ফেলছিলাম আমাদের দেশটা ঘুরে যান ভালো লাগবে সে বল্লো ভ্রমণ নাকি তার খুব পছন্দের আমিও বাংলাদেশের দর্শনীয় স্থানের কিছু ছবি আর জায়গার নাম বলে দিলাম।
সে আসতে চায়লো তবে দিনক্ষণ ঠিক করেনি তখনো!
সময় করেই একদিন আসবে!
,
বেশকিছুদিন আগে মেক্সিকো'তে ভূমিকম্প হয়েছিল যে সে ভূ-কম্প নয় রিখটার স্কেলে ৮.১ মাত্রার ভূ কম্প পুরো মেক্সিকো শহর কেপেছিল!
লাশের উপর লাশ পরেছিল তার উপর পরেছিল উঁচু উঁচু সেই ইমারত!
সকালে ঘুম থেকে উঠে টিভি নিউজে দেখেছিলাম সেই শহরের এই অবস্থা!
তারপর জেরিনের সাথে কথা হয়,সে জানালো ভূ কম্পে তাদেরও অনেক ক্ষয় ক্ষতি হয়।
তাদের রেস্টুরেন্ট ছিল একটা
অনেক ক্ষতি হয় রেস্টুরেন্টরো
রেস্টুরেন্ট রিপিয়ার করার জন্য
সে শহরে যাচ্ছে কিছু মালামাল কিনবে ব্যস এটুকুই কথা ছিল সেদিনের জন্য।
তারপরদিন টিভিতে দেখলাম ২য় দফায় আবারো ভূমিকম্প হয়!
তারপর আর কখনো যোগাযোগ হয়ে উঠেনি,
হয়তো সেও কোনোএক লাশের উপর চাপা পরেছে অথবা কোনো লাশের উপর পরেছে তারউপর ভাঙা দেয়াল!!
জানিনা আর কিছুই!!
জানার চেষ্টাও করিনি,
,
চ্যাঁটলাইন মেললেই হাজারো বন্ধু জোনাকির মত সবুজ আলো জ্বালিয়ে জ্বলজ্বল করছে খুজ নেওয়া হয়না কারোরই, কি ই বা হবে খুজ নিয়ে?
যেই খুঁজে শরীরের গন্ধ পাওয়া যায়না,এমন খুজ নিয়ে কি লাভ?
#ভালো থাকুক জেরিন
এপারে ওপারে যে পারেই থাকুক না কেন!!
.
.
সবুজ বাতি।
শাকিল রিহান
Tuesday, 4 December 2018
সবুজ বাতি
Subscribe to:
Posts (Atom)
সবুজ বাতি
আমার এক বান্ধবী ছিল, ফরেনার বান্ধবী তার দেশ ছিল মেক্সিকো! হঠাত করেই পরিচয় অনেক কথা!! তার নাম ছিল জেরিন। অবশ্য এই নামে শুধু আমিই ডাকতাম ক...
-
Amdadul Hoque জানান আগামী বচর ২০১৯ সালে শুরু করতে যাচ্ছেন নতুন ছবি। ইতিমধ্যে ছবির কাস্টিং এবং গল্প নিয়ে কিছুটা তথ্য পাওয়া যায়। Amdadul H...
-
Amdadul Hoque (Rana) Bangladeshi Director And Actor Known fir his first directed film Name "BAP BORO NA SHOSHUR BORO ". He start...
-
আমার এক বান্ধবী ছিল, ফরেনার বান্ধবী তার দেশ ছিল মেক্সিকো! হঠাত করেই পরিচয় অনেক কথা!! তার নাম ছিল জেরিন। অবশ্য এই নামে শুধু আমিই ডাকতাম ক...